

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভূমি সংক্রান্ত প্রকাশনা ‘ভূমিকথা’ পুস্তিকাকে কেন্দ্র করে বর্ণাঢ্য কুইজ প্রতিযোগিতা, সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার বালিগাঁও উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক, সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিপ্রেমী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্ল্যাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, এবং সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসিফ।
‘ভূমিকথা’ পুস্তিকার বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় উপজেলার সাতটি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। প্রতিযোগিতায় বালিগাঁও উচ্চ বিদ্যালয় প্রথম, বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় দ্বিতীয় এবং আউটশাহী রাধানাথ উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অধিকার করে।
বিজয়ী ১০ শিক্ষার্থীকে প্রাইজবন্ড, এবং প্রথম তিনজনকে ক্রেস্ট ও প্রাইজবন্ড প্রদান করা হয়।
অংশগ্রহণকারী বিদ্যালয়গুলো হলো- সোনারং সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, স্বর্ণগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয়, দিঘিরপাড় অভয়চরণ বিদ্যানিকেতন, বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, আউটশাহী রাধানাথ উচ্চ বিদ্যালয়, বালিগাঁও উচ্চ বিদ্যালয় ও পুরা দুর্গা চরণ উচ্চ বিদ্যালয়।
জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত বলেন, ‘ভূমিকথা’ শুধু একটি বই নয়; এটি নাগরিকদের ভূমি সংক্রান্ত জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির একটি উদ্যোগ। তরুণ প্রজন্ম এই বই পড়ে ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন হবে, সেটিই আমাদের লক্ষ্য।’
মন্তব্য করুন