শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ পিএম
expand
মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামে দুই পক্ষের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। এর মধ্যে চারজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পূর্ব বিরোধের জেরে ওয়াহিদ মোল্লা ও উজির আলীর অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়।

আহতরা হলেন—সাইদুল মাদবর (৪৫), মঞ্জু সরকার (৫৫), শামীম সরকার (২৭), জাহাঙ্গীর সরকার (৩৫), নজু সরকার (৬৫) ও শরীফ মাদবর (৬৫)।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাসুদুর রহমান জানান, আহতদের শরীরে গুলির মতো আঘাত রয়েছে। তবে এটি গুলি নাকি ককটেলের আঘাত—তা নিশ্চিত হওয়া যায়নি।

সদর থানার ওসি এম সাইফুল আলম বলেন, বুধবার একটি অটোরিকশা দুর্ঘটনাকে কেন্দ্র করে বিরোধ শুরু হয়। শুক্রবার সেই বিরোধের জের ধরে সংঘর্ষ হয়। “গুলিবিদ্ধ হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। ককটেল বিস্ফোরণে কয়েকজন আহত হয়েছেন।”

এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন