

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুন্সীগঞ্জের শ্রীনগরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মেয়াদ উত্তীর্ণ ভেটেরিনারী ঔষধ বিক্রির অপরাধে একটি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার হাঁসাড়া বাজারে এই অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন মুন্সীগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন ভেটেরিনারী সার্জন ডাঃ আরিফুর রহমান, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর নাসরিন সুলতানা মিলি প্রমুখ।
সংশ্লিষ্ট তথ্য সূত্রে জানা যায়, একটি দোকান থেকে বিপুল পরিমান মেয়াদ উত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়। এ অপরাধে বিক্রেতাকে নগদ ৭ হাজার টাকা জরিমানা করা হয়। ডিএলএস লাইসেন্স প্রাপ্ত কোম্পানীর ডিলারশীপ নিয়ে বিভিন্ন খামারে অবৈধভাবে ঔষধ বিক্রির পাশাপাশি সংশ্লিষ্ট খামারীদের নিজস্ব ডাক্তার দিয়ে পশু চিকিৎসার প্রতিশ্রুতি দিয়ে আসছিলো।
মন্তব্য করুন
