

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুন্সীগঞ্জের সদর উপজেলার কালিরচর এলাকায় অভিযান চালিয়ে ৭০টি ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজাসহ মো. সেলিম বেপারী (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সেলিম বেপারী কালিরচর এলাকার মৃত সেকেন্দার বেপারীর ছেলে।
সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কালিরচর এলাকার মো. নুরু মিয়া মোল্লার বাড়ির সামনে থেকে তাঁকে আটক করা হয়।
পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। তল্লাশির সময় সেলিম বেপারীর কাছ থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ কাজী হুমায়ুন রশিদ বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
মন্তব্য করুন
