

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শেখ হাসিনার মামলার রায় ঘোষণার তারিখকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে শিবচরের সূর্যনগর এলাকায় হঠাৎ করেই অস্থিরতা ছড়িয়ে পড়ে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউনের অংশ হিসেবে দলটির স্থানীয় নেতা–কর্মীরা ঝটিকা মিছিল বের করে এক্সপ্রেসওয়েতে গাড়ি, টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে অবরোধ সৃষ্টি করে।
মুহূর্তেই থমকে যায় ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ব্যস্ত যানচলাচল। সাধারন জনগণ থেকে শুরু করে অফিসপথের যাত্রী সবাই আটকে পড়ে অনিশ্চয়তায়। চারদিকে ধোঁয়ার কুণ্ডলী আর আতঙ্কিত মুখ।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিবচর থানা ও হাইওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ সময় শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খানের নেতৃত্বে স্থানীয়রা রাস্তায় পড়ে থাকা গাছ সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
উত্তেজনাকর পরিস্থিতিতে,নাওডোবা এলাকায় একটি চিনি বোঝাই ট্রাকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং মুহূর্তেেই ট্রাকটি সম্পূর্ণ পুড়ে যায়। একই সঙ্গে ৫ টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।এতে দু'জন আহত হয়।আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে শিবচরের সূর্য নগর ও শরীয়তপুরের নাওডোবা সীমানায় এই ব্যারিকেড দেওয়া হয়।তিনি আরও বলেন, পরিস্হিতি এখন স্বাভাবিক এবং আমাদের হাইওয়ে পুলিশ সতর্ক অবস্থায় আছেন।
মন্তব্য করুন