মঙ্গলবার
১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মনোনয়ন নয়, ঐক্যই এখন বড় কথা: শিবচরে রোকন উদ্দিন মিয়া

শিবচর ( মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৯:৩১ পিএম
সুপ্রিম কোর্ট আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রোকন উদ্দিন মিয়া।
expand
সুপ্রিম কোর্ট আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রোকন উদ্দিন মিয়া।

মাদারীপুর-১ (শিবচর) সংসদীয় আসনের রাজনীতিতে নতুন বার্তা দিয়েছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সুপ্রিম কোর্ট আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রোকন উদ্দিন মিয়া।

শিবচরে কর্মরত স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, দলের ঐক্যই আগামী নির্বাচনে বিজয়ের মূল শক্তি হতে পারে।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে স্হানীয় একটি চাইনিজ রেষ্টুরেন্ট এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, “এই আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাতজনকে কেন্দ্র থেকে ডাকা হয়েছিল। আমি মনে করি, সাতজনই যোগ্য। কারও বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি নয়, বরং আমরা সবাই মিলে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করব। দল যাকে মনোনয়ন দেবে, সেটিই হবে আমাদের সবার সিদ্ধান্ত।”

রোকন উদ্দিন মিয়া আরও বলেন, “দলের জন্য আমি নিবেদিত প্রাণ। প্রয়োজনে যেকোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। ঐক্যবদ্ধ থাকলে বিএনপি আবারও জনগণের আস্থা অর্জন করবে।”

মতবিনিময়ের এক পর্যায়ে তিনি শিবচরের প্রত্যন্ত অঞ্চলে তার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। তিনি বলেন, “শিবচরের প্রত্যন্ত গ্রামেগঞ্জে আমি নিজে গিয়েছি তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করতে। সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, তাদের মনোভাব জেনেছি। দেখেছি—জনগণ এই কর্মসূচিকে আন্তরিকভাবে গ্রহণ করেছে। তারা পরিবর্তন চায়, চায় একটি সুশাসিত ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ।”

এই মতবিনিময় সভায় শিবচরে কর্মরত গণমাধ্যম কর্মী ছাড়াও শিবচর উপজেলা বিএনপি'র নেতা কর্মী ও উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন