

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আগামী জাতীয় নির্বাচন যারা বানচালের চেষ্টা করবে, তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিইডি), শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে মাদারীপুর সদর উপজেলায় জুলাই আন্দোলনে শহীদ নাইমুর রহমান ও শহীদ মামুন সরদারের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আদিলুর রহমান বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। তবে একটি ফ্যাসিবাদী গোষ্ঠী আগামী নির্বাচন বানচালের চেষ্টা করতে পারে বলে আশঙ্কা রয়েছে। সে ক্ষেত্রে সরকার জনগণকে সঙ্গে নিয়ে পরিস্থিতি মোকাবেলা করবে। এ সময় তিনি জানান, এবারের নির্বাচন সুষ্ঠু হবে।
এলজিইডি উপদেষ্টা আরো জানান, শিল্প, গণপূর্ত ও এলজিইডি মন্ত্রণালয়ের আওতায় যেসব প্রকল্পের কাজ চলমান রয়েছে, সেগুলো আগামীতে যারা নির্বাচিত হয়ে দায়িত্ব নেবেন, তারাই এগিয়ে নিয়ে যাবেন। বর্তমান সরকারের দায়িত্ব হলো, এ সময়ের মধ্যে প্রকল্পগুলোর কাজ যেন ঠিকভাবে সম্পন্ন হয়, সে বিষয়টি নিশ্চিত করা।
এর আগে, সকালে আদিলুর রহমান মাদারীপুরে জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তিনি শিবচর উপজেলায় একটি হাউজিং প্রকল্প এবং একটি সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্লান্টের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
এ সময় মাদারীপুর জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া শনিবার সারাদিনের কর্মসূচিতে এলজিইডি উপদেষ্টার মাদারীপুরের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়, শকুনী লেক পরিদর্শন, লিগ্যাল এইড অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়, জেলা শিল্পকলা পরিদর্শন এবং নির্বাচন উপলক্ষে জেলা কোর কমিটি ও বিচার বিভাগের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেয়ার কথা রয়েছে।
মন্তব্য করুন
