

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ ওসমান হাদির কবর জিয়ারতকে কেন্দ্র করে শাহবাগ মোড় থেকে সাময়িকভাবে সরে গেছে ইনকিলাব মঞ্চ। আজ শনিবার বেলা ১১টার দিকে তারেক রহমানের ওই কবর জিয়ারতে অংশ নেওয়ার কথা রয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে প্রকাশিত এক ঘোষণায় জানানো হয়, তারেক রহমানের কবর জিয়ারত কর্মসূচির কারণে তারা শাহবাগ মোড় ছেড়ে ডান পাশে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নিয়েছে।
ঘোষণায় আরও বলা হয়, দুপুর ১২টায় তারা আবার শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে ফিরে এসে অবস্থান কর্মসূচি শুরু করবে। একই সঙ্গে হাদি হত্যার বিচারের দাবিতে দেশব্যাপী মানুষকে সেখানে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়।
এর আগে গতকাল শুক্রবার দুপুর থেকে শুরু করে শনিবার সকাল পর্যন্ত ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগের হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন। তারা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে রাতভর সেখানে অবস্থান করেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। জানা গেছে, তারেক রহমানের কবর জিয়ারত শেষে তারা আবারও দুপুরে সেখানে অবস্থান নেবেন।
এদিকে শনিবার সকাল থেকেই শাহবাগ এলাকায় উপস্থিত হয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে সমর্থকদের উজ্জীবিত করার চেষ্টা করছেন। ছাত্রদলের নেতাদের ভাষ্য, তারেক রহমানের কর্মসূচিকে কেন্দ্র করেই তারা শাহবাগে অবস্থান নিয়েছেন।
মন্তব্য করুন

