বৃহস্পতিবার
১৮ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৮ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত, আহত ৩

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৯:১৪ পিএম
সড়ক দুর্ঘটনা
expand
সড়ক দুর্ঘটনা

লালমনিরহাটে বিআরটিসি'র যাত্রীবাহি একটি বাসের ধাক্কায় মর্জিনা খাতুন(৩৫) নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার(৩ ডিসেম্বর) দুপুরে রংপুর কুড়িগ্রাম মহাসড়কে লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম মাঝাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মর্জিনা খাতুন লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের খোড়াগাছ এলাকার সহিদুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী থেকে ফকিরের তকেয়া বাজার যাচ্ছিল ব্যাটারিচালিত যাত্রীবাহি একটি অটোরিকশা। রিকশাটি মাঝাপাড়া এলাকায় পৌঁছালে দিনাজপুর থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী বিআরটিসি'র একটি যাত্রীবাহি বাস সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান যাত্রী মর্জিনা খাতুন। এতে আহত হন আরও ৩জন যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

ঘটনাস্থলে উপস্থিত লালমনিরহাট সদর থানার উপ পরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন বলেন, দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা চালানো হয়েছে। মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর ও আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X