

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লক্ষ্মীপুর–৪ (রামগতি–কমলনগর) আসনে মনোনয়ন ঘিরে জেএসডি ও বিএনপির মধ্যে উত্তেজনা তীব্র হয়ে উঠেছে।
সোমবার (৮ ডিসেম্বর) বিকালে রামগতির বিভিন্ন স্থানে দফায় দফায় সংঘর্ষ, হামলা–পাল্টা হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দুজন গুলিবিদ্ধসহ উভয় দলের ৩০ জন আহত হয়েছেন ও অন্তত ১৫টি যানবাহন ভাঙচুরের অভিযোগ উঠেছে। জেএসডির জনসভায় আসার পথে রামদয়াল বাজার, আজাদনগর ও রামগতি বাজার এলাকায় এই সংঘর্ষ হয়।
অপরদিকে বিএনপির নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক আশরাফ উদ্দিন নিজান মদিনা থেকে জানান রামগতিতে আজকে জাসদের জনসভা ছিলো বিএনপি'র লোকজন কালকে বলছিলো বিএনপি থেকে বহিষ্কৃত আওয়ামী লীগের সহ-সভাপতি বর্তমান উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল এই ফ্যাসিস্ট থাকতে পারবেনা, এরপর এই ফ্যাসিস্ট ডাকাত দল দিয়ে বিএনপির নেতাকর্মীর ওপর হামলা চালিয়েছে ও দোকানঘর ভাংচুর করেছে, তখন মানুষ প্রতিহত করেছে এসময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন।
তিনি আরো বলেন, বিএনপি কর্মীদের মামলা দেওয়ার জন্য নাকি উপর থেকে নির্দেশ দিয়েছে। এটা ঠিক হয়নি, মামলা না করে ঘটনা তদন্ত করার আহবান জানান।
উপজেলা বিএনপির সভাপতি ডা. জামাল উদ্দিন বলেন, "আমরা শান্তিপূর্ণ অবস্থায় ছিলাম, আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে; আমাদের কেউ জেএসডির ওপর হামলা করেনি।
জেএসডির সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু জানান, বিএনপির মনোনয়নপ্রত্যাশী এ বি এম আশরাফ উদ্দিন নিজানের অনুসারীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।
গুলিবিদ্ধ দুইজনকে নোয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
ঘটনার সময় জেএসডির সহসভাপতি তানিয়া রব আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেন। তিনি পুলিশকে আরো কঠোর হতে বলেন,
অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহবান করেন আগে অবৈধ অস্ত্র উদ্ধার করুন এভাবে নির্বাচন চললে শত শত মানুষকে মেরে ফেলবে।
আমরা গণতন্ত্রের জন্য ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য যে লড়াইটা একসাথে করছি সেই লড়াইটা আমরা একসাথে শেষ করতে চেয়েছিলাম, নির্বাচনটা আদৌ হবে কিনা সেটাই সন্দিহান হয়ে পড়েছে। এই দুর্বৃত্তদের দূর করতে সবাই ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিলেন।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে করছে।
উল্লেখ্য, আসন্ন জাতীয় নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চান জেএসডির সহসভাপতি তানিয়া রব।
একই আসনে বিএনপি নেতা আশরাফ উদ্দিন নিজানও মনোনয়ন প্রত্যাশী। তবে বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করেনি।
মনোনয়ন ও আসন দখলকে কেন্দ্র করে দুই দলের নেতাকর্মীদের মধ্যে কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল, যা সোমবার সংঘর্ষে রূপ নেয়।
উভয় পক্ষের নেতারা ক্ষতিগ্রস্তদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে সহযোগিতা করছেন বলে জানানো হয়েছে।
মন্তব্য করুন
