

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক পণ্যের মধ্যে রয়েছে হেরোইন, মদ, ইয়াবা ও চকলেট বাজি।
এসব পণ্যের মূল্য প্রায় ১৫ লাখ ৬৪ হাজার টাকা। এসময় মেহেদী হালসানা নামে এক যুবককে আটক করা হয়েছে।
বুধবার (০৫ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনস্থ কাজীপুর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫৬ বোতল ভারতীয় মদ ও ২ হাজার ৭০০ পিস চকলেট বাজি ও চল্লিশপাড়া সীমান্ত থেকে ৫ গ্রাম হেরোইনসহ মেহেদী হালসানাকে আটক করা হয়।
অন্যদিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (৩ নভেম্বর) রাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৪ হাজার ৭০১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষা ও মাদক পাচার রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। সাম্প্রতিক এই অভিযান সেই ধারাবাহিক প্রচেষ্টারই অংশ। ভবিষ্যতেও মাদক ও চোরাচালান দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন