শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী আন্দোলন সবচেয়ে বড় দল: আনোয়ার খাঁন 

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৫:৪০ পিএম
হাতপাখা প্রতীকে ভোট প্রার্থণা
expand
হাতপাখা প্রতীকে ভোট প্রার্থণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলহাজ্ব আনোয়ার খাঁন বলেছেন, "সবচেয়ে বড় দল আমরা, ন্যায় ইনসাফের পক্ষের দল আমাদেরই বড়। বিভিন্ন লোকজন যে হুমকি দিচ্ছে আমরা জনগণ এবং প্রশাসনকে নিয়ে প্রতিরোধ করব।"

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে খোকসা বাসস্ট্যান্ড এলাকায় হাতপাখা প্রতীকে ভোট প্রার্থণার সময় তিনি এসব কথা বলেন।

আনোয়ার খাঁন আরও বলেন, "খোকসা-কুমারখালীতে হাতপাখা ছাড়া কোনো প্রতীক থাকবে না। আমি দীর্ঘদিন রাজপথে জনগণের সঙ্গে কাজ করছি। খোকসা-কুমারখালীর জনগণ আমার সাথে আছে। এবার জনগণের ভোট বিপ্লব হবে ইনশাল্লাহ।"

তিনি আরও বলেন, "আগামী ৫৪ বছরে যেটা হয়নি আমরা চেষ্টা করছি সেটা করার জন্য। যারা মনে করবেন ১৭ বছর যেভাবে ভোট করেছে এবারও সেভাবে ভোট করব এটা করতে যায়েন না। আমরা সুন্দর, শান্তি-শৃঙ্খলা বাংলাদেশ চাই। সবাই মিলে বাংলাদেশ গড়তে চাই। গ্রাম পর্যায়ে আমাদের নেতাকর্মীদের ও ভোটারদের ওপর প্রতিবন্ধকতা আছে। প্রশাসন এবং জনগণকে নিয়ে এটা আমরা দেখব।"

হাত পাখার এই প্রার্থী আরও বলেন, "কালকে আমাদের কিছু মহিলারা গেছে নারী ভোটারদের কাছে তারা বলেছে তারা হাতপাখাতেই ভোট দিবে। গণভোটের আমরা প্রচার প্রচারণা সবচেয়ে বেশি চালাচ্ছি। জনগণের আশা চাওয়াই আমার পরিকল্পনা। আমি দীর্ঘদিন ধরে সামাজিক কাজের সঙ্গে জড়িত। আমরা যদি এমপি হতে পারি তাহলে সকল সমস্যা দেখব ইনশাল্লাহ।"

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সাধাররণ সম্পাদক জিএম তাওহীদ আনোয়ারসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X