মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে মাদকসেবীর হামলায় স্কুল ছাত্র আহত

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৩ পিএম
কুষ্টিয়া মডেল থানা
expand
কুষ্টিয়া মডেল থানা

কুষ্টিয়ায় পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে মাদকসেবীর হামলায় এক স্কুল ছাত্র আহত হয়েছেন।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়ন বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।

আহত ওই স্কুলে ছাত্রের নাম সামিউর রহমান সামি। সে হাটশ হরিপুর শালদাহ গ্রামের সোহেল রেজার ছেলে ও দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুলের ১০ম শ্রেনীর ছাত্র। এবং অভিযুক্ত মাদকসেবীর নাম মোঃ তুহিন একই এলাকার মোঃ তকুর ছেলে।

আহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সামিউর রহমান সামি বাড়ি থেকে দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুলে পরীক্ষা দিতে যায়। পরে পরীক্ষা শেষ করে বের হয়। বাজার দিয়ে বাড়ি ফেরার পথে সামির সাথে মাদকসেবী তুমিনের শরীরে স্পর্শ হয়। এতে ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাননাশের হুমকি প্রদান করে তুহিন।

এক পর্যায়ে তুহিন সামিকে এলোপাতাড়ি চর-থাপ্পর সহ শরীরের বিভিন্ন স্থানে কিল ঘুষি ও লাথি মারতে থাকে।এসময় তার কাছে থাকা একটি ধারালো ব্লেড দিয়ে সামিকে হত্যার উদ্দেশ্যে পেটে ও গলায় আঘাত করে।এতে সামি মারাত্মকভাবে জখম হন। পরে স্থানীয়রা এসে সামিকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এঘটনার পর দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুলের ছাত্র-ছাত্রীরা হাটশ হরিপুর ইউনিয়ন বাজারের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।পরে প্রশাসনের আইগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে সড়কটি ছেড়ে দেন তারা।

এ ঘটনায় আহত ওই ছাত্রের বাবা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল আজিজ এনপিবি নিউজকে বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X