সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

‘হাদী হত্যার প্রকাশ্যে বিচার’ চেয়ে পাগলা মসজিদের দানবাক্স চিঠি 

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ১০:২৫ পিএম
পাগলা মসজিদের দান সিন্দুক থেকে এবার টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারের পাশাপাশি পাওয়া গেছে একাধিক চিঠি ও চিরকুট।
expand
পাগলা মসজিদের দান সিন্দুক থেকে এবার টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারের পাশাপাশি পাওয়া গেছে একাধিক চিঠি ও চিরকুট।

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান সিন্দুক থেকে এবার টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারের পাশাপাশি পাওয়া গেছে একাধিক চিঠি ও চিরকুট। এর মধ্যে একটি পরিচয়হীন চিঠিতে ‘হাদী হত্যার প্রকাশ্যে বিচার’ দাবি করায় বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

তিন মাস ২৭ দিন পর শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টায় পাগলা মসজিদের ১৩টি লোহার দান সিন্দুক খোলা হয়। এতে রেকর্ড ৩৫ বস্তা টাকা, বৈদেশিক মুদ্রা, স্বর্ণালঙ্কার এবং বিভিন্ন মনোবাসনা লেখা চিরকুট পাওয়া যায়।

দানবাক্সে পাওয়া চিঠিগুলোর মধ্যে একটি চিঠিতে নাম-পরিচয়হীন একজন লিখেছেন— “হাদী হত্যার প্রকাশ্যে বিচার চাই।”

পাগলা মসজিদের দানবাক্সে এর আগেও হৃদয়স্পর্শী চিঠি পাওয়া গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X