মঙ্গলবার
২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে পরিত্যক্ত পিস্তল ও গুলি উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৯:০৫ পিএম
পরিত্যক্ত পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার
expand
পরিত্যক্ত পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার

কিশোরগঞ্জ শহরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে একটি পরিত্যক্ত পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রটি শহরের একটি শিক্ষা প্রতিষ্ঠানের পাশ থেকে পাওয়া যায়, যা এলাকায় উদ্বেগ সৃষ্টি করেছে।

রবিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে কিশোরগঞ্জ শহরের আজিম উদ্দিন স্কুল সংলগ্ন এলাকায় একটি গাছের গোড়া থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও গুলিগুলো উদ্ধার করা হয়। যৌথ বাহিনীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত পিস্তলটি দীর্ঘদিন ধরে সেখানে রাখা হয়েছিল কি না কিংবা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে অস্ত্রের প্রকৃত মালিক কে এবং কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলিগুলো আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে জব্দ করা হয়েছে। এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, কিশোরগঞ্জ শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X