

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের লোহার রডের আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের তেলিখাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খোকন মিয়া (৪৫) তেলিখাই গ্রামের আক্কল আলী মিয়ার ছেলে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে খোকন মিয়ার মেয়ে চট্টগ্রামে এক যুবকের সঙ্গে পালিয়ে বিয়ে করেন। এ ঘটনায় একই গ্রামের জিয়া উদ্দিন ও উজ্জ্বলের বোন ওই বিয়েতে সহায়তা করেছে এমন সন্দেহ করেন খোকন মিয়া। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় এক পর্যায়ে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
সোমবার সকালে খোকন মিয়া ধানের জমিতে কাজ করতে যাওয়ার পথে জিয়া উদ্দিন ও উজ্জ্বল তাকে পথরোধ করেন। এ সময় তারা লোহার রড দিয়ে খোকন মিয়ার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন
