মঙ্গলবার
১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে ট্রলার নিয়ে ভাসতে থাকা ২৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

খুলনা প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১০:১৬ পিএম
উদ্ধার করা ট্রলার
expand
উদ্ধার করা ট্রলার

ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে ভাসতে থাকা একটি মাছ ধরার ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী।

নৌবাহিনীর খুলনা অঞ্চলের পক্ষ থেকে সোমবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার নিয়মিত টহল কাজে নিয়োজিত অবস্থায় নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা অপরাজেয়’ বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় থাকা ‘মদিনা-৬’ নামের একটি ট্রলার সনাক্ত করে। ট্রলারটি মোংলা ফেয়ারওয়ে বয়া থেকে প্রায় ২৯ মাইল দক্ষিণে ভাসমান অবস্থায় ছিল।

নৌবাহিনীর জাহাজটি রাডারের মাধ্যমে ট্রলারটিকে ‘ইঞ্জিন বিকল হয়ে বিপদগ্রস্ত’ অবস্থায় শনাক্ত করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। জাহাজটি কাছাকাছি গেলে ট্রলারে থাকা জেলেরা জানান, ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় তারা গভীর সমুদ্রে ভাসমান অবস্থায় ছিলেন এবং যোগাযোগ যন্ত্রপাতি না থাকায় কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

পরবর্তীতে নৌবাহিনীর সদস্যরা ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করে খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

জানা যায়, দুর্ঘটনাকবলিত ট্রলারটি গত ২৯ অক্টোবর মাছ ধরার উদ্দেশ্যে কুতুবদিয়া থেকে সমুদ্রে যায়। যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বিকল হয়ে পড়লে ট্রলারটি গভীর সমুদ্রে ভাসতে থাকে।

প্রচণ্ড ঢেউ ও বৈরী আবহাওয়ার মধ্যেও নৌবাহিনীর জাহাজ উদ্ধারকৃত জেলেসহ ট্রলারটিকে টোয়িং করে ৩৫ মাইল সমুদ্রপথ পাড়ি দিয়ে নিরাপদে সুন্দরবনসংলগ্ন মোংলা বন্দরের হিরণ পয়েন্টে নিয়ে আসে। পরবর্তীতে ট্রলার ও জেলেদের কোস্ট গার্ড পশ্চিম জোনের কাছে হস্তান্তর করা হয়।

উদ্ধার হওয়া ২৪ জন জেলেই বর্তমানে সুস্থ আছেন বলে নৌবাহিনী জানিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন