শুক্রবার
২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ছেড়ে দেওয়া আসামিকে গ্রেফতার করল পুলিশ

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৩২ পিএম
expand
ছেড়ে দেওয়া আসামিকে গ্রেফতার করল পুলিশ

খুলনা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ হারুন অর রশিদের দুর্নীতির সহযোগী হিসেবে পরিচিত ও ওয়ারেন্টভুক্ত আসামি খুলনা জেলা পরিষদের নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর এমডি আসলাম হোসেনকে গ্রেপ্তার করার পর রহস্যজনকভাবে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে খুলনা সদর থানার পুলিশের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে নগরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অবশেষে অভিযান চালিয়ে আসামিকে পুনরায় গ্রেফতার করে আদালতে বিচারের জন্য সোপর্দ করা হয়েছে।

জানা গেছে, বুধবার (২৪ ডিসেম্বর) খুলনা সিটি করপোরেশনের কেসিসি মার্কেটের সামনে থেকে এমডি আসলাম হোসেনকে গ্রেপ্তার করে খুলনা সদর থানা পুলিশ। তিনি খুলনা সদর থানার নন-এফআইআর প্রসিকিউশন মামলা নং–৩৫৬/২৫ (তারিখ ৮/১২/২৫), দণ্ডবিধির ৫০৬ ধারায় জারি হওয়া ওয়ারেন্টভুক্ত আসামি।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রেপ্তারের কিছু সময় পরই আসলাম হোসেনকে থানায় নিয়ে কিছু সময় পর তাকে ছেড়ে দেওয়া হয়। বিষয়টি জানাজানি হতেই পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন ওঠে। বিশেষ করে, ওয়ারেন্টভুক্ত একজন আসামিকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ না করে ছেড়ে দেওয়ার ঘটনায় অর্থ লেনদেনের অভিযোগ ছড়িয়ে পড়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X