

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর সাবেক কেন্দ্রীয় নেতা ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। তিনি বলেন, এসব ষড়যন্ত্র রুখতে হলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের পুরন্দপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মনির খান বলেন, তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলেই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি মনে করেন, ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে রাজনৈতিক ঐক্যের বিকল্প নেই। এজন্য বিএনপির নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ধানের শীষের যিনি মনোনয়ন পাবেন, সবাইকে তার পক্ষে কাজ করতে হবে। মনোনয়নের জন্য প্রতিযোগিতা থাকবে, তবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে চূড়ান্ত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।
ফতেপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত এ পথসভায় সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফুজ্জামান। অনুষ্ঠানে উপজেলা বিএনপির উপদেষ্টা মহিউদ্দিন মহি, জেলা কৃষকদলের সদস্য মুকুল হোসেন, উপদেষ্টা আবুল কাশেম সদ্দার, উপজেলা মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মুসা, ফতেপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি লুৎফর রহমান এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ কবির হোসেনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
