

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর জেলার দুটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসন—যশোর-৫ (মণিরামপুর) ও যশোর-৬ (কেশবপুর)—এর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।
যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেন। এতে মোট ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই করা হয়। এর মধ্যে ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং বিভিন্ন ত্রুটির কারণে ৬ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, যশোর-৫ (মণিরামপুর) আসনে জমা পড়া ৮টি মনোনয়নপত্রের মধ্যে ৪টি বৈধ ও ৪টি বাতিল হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন—বিএনপির রশীদ আহমাদ, জামায়াতে ইসলামীর গাজী এনামুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের জয়নাল আবেদীন এবং স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।
অন্যদিকে, মনোনয়নপত্রে অসম্পূর্ণতার কারণে জাতীয় পার্টির প্রার্থী এম এ হালিমের মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া ভোটার তালিকার নির্ধারিত এক শতাংশ সমর্থন সংক্রান্ত ত্রুটির কারণে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান, এবিএম গোলাম মোস্তফা ও নজরুল ইসলামের মনোনয়নপত্র গ্রহণযোগ্য হয়নি।
যশোর-৬ (কেশবপুর) আসনে জমা পড়া ৫টি মনোনয়নপত্রের মধ্যে ৩টি বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন—বিএনপির আবুল হোসেন আজাদ, জামায়াতে ইসলামীর মোক্তার আলী ও এবি পার্টির মাহমুদ হাসান।
এ আসনে দলীয় অঙ্গীকারনামায় সাক্ষীর স্বাক্ষর না থাকায় জাতীয় পার্টির প্রার্থী জি এম হাসানের মনোনয়নপত্র বাতিল করা হয়। পাশাপাশি ঋণখেলাপি হওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শহিদুল ইসলামের মনোনয়নপত্রও বাতিল ঘোষণা করা হয়েছে।
নির্বাচনী বিধিমালা অনুযায়ী, বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।
মন্তব্য করুন
