মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সহজ-সরল যাত্রীই তাদের মূল টার্গেট

যশোর প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০১:৫২ পিএম
প্রতারক চক্রের এক সদস্যকে আটক
expand
প্রতারক চক্রের এক সদস্যকে আটক

নড়াইল ও যশোরের বিভিন্ন টার্মিনাল ঘিরে সক্রিয় প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছে যশোরের সদর হাসপাতাল পুলিশ ক্যাম্পে কর্তব্যরত পুলিশ।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে অবস্থানরত পুলিশ সদস্য মো. সোহেল রানা প্রতারণার অভিযোগে মো. মোতালেব (৩২)–কে আটক করেন।

আটক মোতালেবের বাড়ি যশোরের মণিরামপুর থানায় হলেও তিনি দীর্ঘদিন ধরে যশোরের চোরমারা দীঘিরপাড় এলাকায় বসবাস করে আসছেন। পুলিশ বলছে, তিনি সম্প্রতি নড়াইলে ধান কেটে বাড়ি ফিরতে আসা দিনমজুর শরিফুল (৩০)-এর ৭ হাজার ৫০০ টাকা কৌশলে হাতিয়ে নিয়ে পালানোর চেষ্টা করছিলেন।

শরিফুল, পিতা নওশের, গ্রাম রায়পুর, থানা তালা, সাতক্ষীরা—পেশায় দিনমজুর। বৃহস্পতিবার সকালে নড়াইল স্ট্যান্ডে নামার পর প্রতারক মোতালেব বিভিন্ন কায়দায় তার বিশ্বাস অর্জন করে টাকা হাতিয়ে নেন বলে জানান ভুক্তভোগী।

আটক মোতালেব জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, এর আগেও তিনি যশোর শহরের মণিহার বাস টার্মিনাল, সদর হাসপাতাল এলাকা ও রেলস্টেশনে সহজ-সরল যাত্রীদের টার্গেট করে একাধিক প্রতারণা করেছেন। এমনকি তার জড়িত থাকার দু’টি ঘটনার সিসিটিভি ফুটেজও সংরক্ষিত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কোতয়ালি থানার ডিউটি অফিসার এসআই আশরাফুল আলম বলেন, একজন প্রতারককে হাসপাতাল থেকে আটক করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশের দাবি, প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে রেলস্টেশন, সদর হাসপাতাল ও বাস টার্মিনাল এলাকায় বিভিন্ন পেশার মানুষকে টার্গেট করে টাকা হাতিয়ে আসছিল। সহজ-সরল যাত্রীরা এসব প্রতারণার প্রধান শিকার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X