সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মাদারগঞ্জে টানা বর্ষণে আমন ধানের ক্ষতি কৃষকের মাথায় হাত

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১০:৪০ পিএম
মাদারগঞ্জে টানা বর্ষণে আমন ধানের ক্ষতি কৃষকের মাথায় হাত
expand
মাদারগঞ্জে টানা বর্ষণে আমন ধানের ক্ষতি কৃষকের মাথায় হাত

জামালপুরের মাদারগঞ্জে টানা কয়েকদিনের ভারি বৃষ্টিপাতে চলতি মৌসুমের আমন ধান ও শীতকালীন সবজি ক্ষেত ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। হঠাৎ ভারি বৃষ্টিপাতের কারণে মাঠের আধপাকা ধানগাছ মাটিতে নুয়ে পড়েছে, গাছের ডগা ফেটে গেছে এবং অনেক ক্ষেতই পানির নিচে তলিয়ে গেছে।

স্থানীয় কৃষকরা জানান, হঠাৎ করে এমন বৃষ্টিপাতের ফলে তাদের ফসলের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে নিম্নাঞ্চলের জমিগুলোতে পানি জমে থাকায় ধানের শিষ পচে যাওয়ার ঝুঁকি বেড়েছে।

মাদারগঞ্জ উপজেলার ১নং চরপাকেরদহ ইউনিয়নের কৃষক জিহাদ হাসান বলেন, “টানা বৃষ্টিতে আমার দেড় বিঘা জমির আমন ধান পানির নিচে তলিয়ে গেছে। অনেক গাছের শিষ পচে যাচ্ছে, যদি রোদ না ওঠে তাহলে পুরো ফসল নষ্ট হয়ে যাবে।”

তিনি আরও বলেন, “এই বৃষ্টির কারণে আমাদের অনেক ক্ষতি হয়েছে। অনেক টাকা খরচ করে ধান লাগিয়েছিলাম, কিন্তু এখন খরচের টাকা উঠবে না। আমাদের মাথায় হাত পড়ে গেছে। আমরা সরকারের কাছে সহায়তা চাই।”

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, টানা বৃষ্টিতে আমন ধান ছাড়াও বাঁধাকপি, ফুলকপি, টমেটোসহ বিভিন্ন শীতকালীন সবজিরও ক্ষতি হয়েছে। তবে পানি নেমে গেলে ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণ করা সম্ভব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন