

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জামালপুর: 'সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়' এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরের মাদারগঞ্জে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় উপজেলা চত্বর থেকে একটি সমবায় র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে (খরকা হলরুম) আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও। সমবায়ের গুরুত্ব তুলে ধরে বলেন, পারস্পরিক সহযোগিতা ও সমতার মাধ্যমে সমবায় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারগঞ্জ কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মঞ্জুরুল ইসলাম মুছা এবং সাধারণ সম্পাদক মোস্তাক খান। তারা সমবায়ের কার্যক্রম ও সাফল্যের দিকগুলো তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার মোঃ হাবিবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী পরিদর্শক মির্জা জিল্লুর রহমান।
এ সময় উপজেলার বিভিন্ন সমবায় সমিতি ও সংগঠনের নেতৃবৃন্দসহ সমবায় অফিসের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। মাদারগঞ্জ উপজেলা সমবায় অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।
মন্তব্য করুন