সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মাদারগঞ্জে জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৬ এএম
জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন
expand
জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহযোগী সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে তেঘরিয়া বাজারের ইদগাহ মাঠে এ আয়োজন হয়।

চরপাকেরদহ ইউনিয়ন জামায়াতে ইসলামী আমির মাওলানা জাকারিয়া আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর জেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা মো. আব্দুস ছাত্তার। প্রধান বক্তা ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আওয়াল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট সুলতান মাহমুদ, মাদারগঞ্জ উপজেলা আমির মাওলানা নুরুল আমীন, মিরপুর থানা সেক্রেটারি মো. রফিকুল ইসলাম, সাবেক উপজেলা আমির মো. আমিনুর রহমান বিএসসি এবং ইউনিয়ন নায়েবে আমির মো. শাহিনুর রহমান।

এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তব্যে জেলা আমির মাওলানা আব্দুস ছাত্তার বলেন, “পূর্ববর্তী সরকারের সময়ে খোলা মাঠে সভা করার সুযোগ ছিল না, ফলে কুরআন ও ইসলামের বিষয়ে কথা বলার পরিবেশও ছিল সীমিত।”

তিনি আরও বলেন, “সত্যিকারের মুসলমান হতে হলে আল্লাহ ও রাসুলের নির্দেশনা মেনে চলতে হবে; কেবল নামেমাত্র মুসলমান হয়ে দায়িত্ব পালন করা সম্ভব নয়।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X