

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


অসাংগঠনিক ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক মো. শরিফ উদ্দিনকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা শ্রমিক দলের সভাপতি আনোয়ার জাহিদ মাখন ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম খাদেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে বারবার জড়িয়ে পড়ার প্রমাণ মিলায় তাকে প্রাথমিক সদস্যপদসহ আহ্বায়ক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ১৫ দিনের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়নি।
এদিকে সোমবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নুরনবী কারী ও শরিফ উদ্দিনকে দুই নারীসহ বন্ধ দুটি কক্ষে অবস্থান করতে দেখা যায়। পরে স্থানীয় ১০–১৫ জন যুবক দরজায় ধাক্কা দিলে তারা নারীদের সঙ্গে কক্ষ থেকে বের হয়ে আসেন।
ঘটনাটি ঘটেছে রোববার (৩০ নভেম্বর) বিকেলে বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া এলাকায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
মন্তব্য করুন
