সোমবার
১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মাধবপুরে দুই মাদক কারবারি গ্রেপ্তার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৩:৪২ পিএম
গ্রেপ্তারকৃত দুই মাদককারবারি
expand
গ্রেপ্তারকৃত দুই মাদককারবারি

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর অভিযানে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতি: পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ রোববার (১১ জানুয়ারি) দুপুরে এবিষয়ে সত্যতা নিশ্চিত করেন।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ১০ শনিবার জানুয়ারি রাত আনুমানিক পৌনে ৯ টার দিকে র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল মাধবপুর থানাধীন তেলিয়াপাড়া বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কসংলগ্ন সুরমা চা-বাগান এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল রাত আনুমানিক ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় র‍্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা তাদের কাছে মাদকদ্রব্য গাঁজা রয়েছে বলে স্বীকার করে। পরবর্তীতে তাদের হেফাজতে থাকা পাঁচটি পাটের বস্তা তল্লাশি করে নীল রঙের পলিথিনে মোড়ানো এবং খাকি রঙের স্কচটেপ দ্বারা প্যাকেট করা মোট ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো উভয়ই উপজেলার শাহজাহান পুর ইউনিয়নের সুরমা গ্রামের মৃত গোবিন্দের ছেলে নিবারণ তন্ত্রবায় (৩৫) এবং উপেন্দ্র গোয়ালার ছেলে সাজু গোয়ালা (২২)।

র‍্যাব জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে তাদের এবং জব্দকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X