সোমবার
০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মাধবপুরে বালুভর্তি ট্রাকে ভারতীয় জিরা জব্দ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৬:৫৪ পিএম
বালুভর্তি ট্রাকে ভারতীয় জিরা জব্দ
expand
বালুভর্তি ট্রাকে ভারতীয় জিরা জব্দ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১৮ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান তানজিল বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩ জানুয়ারি) ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল সীমান্ত থেকে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চুনারুঘাট–সাতছড়ি সড়কের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয়।

রাত আনুমানিক ৩টার দিকে একটি বালুভর্তি ট্রাক সন্দেহজনকভাবে আসতে দেখা গেলে বিজিবির সদস্যরা ট্রাকটি থামিয়ে তল্লাশি চালান। তল্লাশিকালে বালুর নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। জব্দকৃত জিরার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা।

এ বিষয়ে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান তানজিল জানান, জব্দকৃত চোরাচালানি পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত চোরাচালান চক্রকে শনাক্ত ও গ্রেফতারে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X