মঙ্গলবার
২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মাধবপুরে র‍্যাবের অভিযানে গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৯ পিএম
মাধবপুরের ৩ মাদক কারবারি
expand
মাধবপুরের ৩ মাদক কারবারি

হবিগঞ্জের মাধবপুরে র‍্যাবের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে র‍্যাব-৯ এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জের একটি চৌকস অভিযানিক দল মাধবপুর উপজেলার ডাকবাংলো এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৩৭ কেজি গাঁজা উদ্ধারসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার খড়িয়াল চৌকা গ্রামের হাবিবুর রহমানের পুত্র কাউছার আলী (২২), একই উপজেলার রসুলপুর গ্রামের লিয়াকত আলীর পুত্র মো. হোসেন (২৪) এবং ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার নূরুল ইসলামের পুত্র ইব্রাহিম মিয়া (২৫)।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত গাঁজাসহ তাদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় মাদকবিরোধী অভিযানে র‍্যাবের তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X