বৃহস্পতিবার
১৮ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৮ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মাধবপুরে ড্রাইভিং প্রশিক্ষণের গাড়ি খাদে পড়ে যুবকের মৃত্যু

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:২৬ পিএম
ড্রাইভিং প্রশিক্ষণের গাড়ি খাদে পড়ে যুবকের মৃত্যু
expand
ড্রাইভিং প্রশিক্ষণের গাড়ি খাদে পড়ে যুবকের মৃত্যু

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের সোয়াবই গ্রামে ড্রাইভিং প্রশিক্ষণের সময় একটি ফিটনেসবিহীন গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রশিক্ষণ গাড়ির ড্রাইভার গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত যুবকের নাম হিমেল (২০)। তিনি ধর্মঘর ইউনিয়নের সোয়াবই গ্রামের মোল্লা বাড়ির মোহন মিয়ার ছেলে। দুর্ঘটনার সময় তিনি গাড়ির ভেতর ছিলেন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় গুরুতর আহত হন প্রশিক্ষণের ড্রাইভার এনায়েত উল্লা। তিনি হরষপুর আনন্দ গ্রামের বাসিন্দা। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, তার অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, ড্রাইভিং প্র্যাকটিস চলাকালে হঠাৎ করে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়। অভিযোগ রয়েছে, দুর্ঘটনাকবলিত গাড়িটির কোনো বৈধ ফিটনেস বা প্রয়োজনীয় নিরাপত্তা অনুমোদন ছিল না।

দুর্ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। সচেতন মহলের অভিমত, ফিটনেসবিহীন ও অবৈধ ড্রাইভিং প্রশিক্ষণ যানবাহনের চলাচল বন্ধ না করা হলে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনার সংখ্যা আরও বাড়তে পারে।

মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন গাড়ির নিয়ন্ত্রণ হারানোর কারণে দূর্ঘটনাটি ঘটে। গাড়িটি জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X