মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পটকা ফাটানোকে কেন্দ্র করে শায়েস্তানগরে সংঘর্ষ, আহত ২০

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:৩৭ এএম
পটকা ফাটানোকে সংঘর্ষ
expand
পটকা ফাটানোকে সংঘর্ষ

হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় পটকা ফাটানোকে কেন্দ্র করে বুধবার (৩ ডিসেম্বর) রাতে দুই দল যুবকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রায় এক ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে মোহনপুর এলাকার কয়েকজন যুবক শায়েস্তানগর এলাকায় পটকা ফাটালে উভয় পক্ষের যুবকদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিষয়টি সংঘর্ষে রূপ নেয়। প্রায় এক ঘণ্টা ধরে চলে ধাওয়া–পাল্টাধাওয়া। এতে অন্তত ২০ জন আহত হন।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সদর মডেল থানার ওসি শাহাবুদ্দিন শাহীন বলেন, “বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।” তিনি আরও জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X