

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় পটকা ফাটানোকে কেন্দ্র করে বুধবার (৩ ডিসেম্বর) রাতে দুই দল যুবকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রায় এক ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে মোহনপুর এলাকার কয়েকজন যুবক শায়েস্তানগর এলাকায় পটকা ফাটালে উভয় পক্ষের যুবকদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিষয়টি সংঘর্ষে রূপ নেয়। প্রায় এক ঘণ্টা ধরে চলে ধাওয়া–পাল্টাধাওয়া। এতে অন্তত ২০ জন আহত হন।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সদর মডেল থানার ওসি শাহাবুদ্দিন শাহীন বলেন, “বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।” তিনি আরও জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মন্তব্য করুন
