

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম (সেবা)।
সভায় পেশাদারিত্বে বিশেষ অবদান ও সাফল্য অর্জনকারী পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন কমিশনার (ভারপ্রাপ্ত)। পরে তিনি সকল পদমর্যাদার সদস্যদের বক্তব্য শোনেন, ব্যক্তিগত ও সমষ্টিগত সমস্যা ও আবেদন গ্রহণ করেন এবং তা সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
বক্তৃতায় তিনি জিএমপি সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি জনসাধারণকে কাঙ্ক্ষিত সেবা প্রদানে আরও আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান।
কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর ও অর্থ) জনাব মোহাম্মদ জাহিদ হোসেন ভূঞা, বিপিএম (বার), বিভিন্ন ইউনিটের উপ-পুলিশ কমিশনারসহ গাজীপুর মেট্রোপলিটন এলাকার বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা।
মন্তব্য করুন