শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুর মহানগর বিএনপির ১৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

গাজীপুর সিটি প্রতিনিধি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০৩:০৬ পিএম
বিএনপির লোগো
expand
বিএনপির লোগো

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত গাজীপুর মহানগর বিএনপির ১৫ নেতার বহিষ্কারাদেশ অবশেষে প্রত্যাহার করেছে কেন্দ্রীয় বিএনপি।

সোমবার (১৭ নভেম্বর) দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠন পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে এবং সার্বিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে গৃহীত শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার করা হয়েছে। সিদ্ধান্তের ফলে তারা আবারও দলীয় কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবেন।

প্রত্যাহারপ্রাপ্ত নেতা‌দের মধ্যে রয়েছেন- গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তানভীর আহম্মেদ,সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মো. ছবদের হাসান,সাবেক প্রচার সম্পাদক মাহবুবুর রশিদ খান শিপু,এবং সাবেক সদস্য মো. আবুল হাশেম, খায়রুল আলম ও মো. মনির হোসেন (মাটি মনির)।

এ ছাড়াও বহিষ্কার আদেশ থেকে অব্যাহতি পেয়েছেন—বাসন মেট্রো থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মনির হোসেন মনির,বাসন থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন চৌধুরী মুসা,১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম রাতা,

গাজীপুর মেট্রো থানা বিএনপির সাবেক সদস্য আনোয়ার সরকার,১১, ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফিরোজা আক্তার।

এদের সঙ্গে আরও অন্তর্ভুক্ত হয়েছেন ২৮, ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিনা আক্তার বীথি,৩৪ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মো. মাহাফুজুর রহমান,১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহীন আলম,এবং ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আলম।

উল্লেখ্য, ২০২৩ সালের গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে কাউন্সিলর পদে নির্বাচন করায় তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছিল। বহিষ্কারাদেশ থাকা সত্ত্বেও তারা স্থানীয় ও কেন্দ্রীয় কর্মসূচিতে সক্রিয় ছিলেন বলে জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তৃণমূলকে আরও শক্তিশালী করা ও সাংগঠনিক পুনর্বিন্যাসের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X