

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাজীপুরের কোনাবাড়ী এলাকায় দুটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে মহানগরীর কোনাবাড়ী থানার দেওলিয়াবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার সকাল আনুমানিক ১০টার দিকে দেওলিয়াবাড়ী এলাকার একটি ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে স্থানীয়রা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। তবে অল্প সময়ের মধ্যেই আগুন তীব্র আকার ধারণ করে এবং পাশের আরেকটি গুদামে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে কোনাবাড়ী মর্ডান ও সারাবো ফায়ার সার্ভিস স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর সকাল ১১টা ৪০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, কোনাবাড়ীর অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে পাঁচটি ইউনিট একযোগে কাজ করেছে। তবে আগুনের সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মন্তব্য করুন
