

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাজীপুরের টঙ্গীতে মৃত সন্তান হওয়ায় চারতলা ভবনের জানালা দিয়ে নবজাতক কন্যা শিশুকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তার পরিবারের বিরুদ্ধে।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রবিবার (০৭ ডিসেম্বর) ভোরে টঙ্গীর ৫৪ নম্বর ওয়ার্ডের আউচপাড়া কলেজগেট এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ মৃত নবজাতক কন্যা শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
এ ঘটনায় মৃত শিশুটির মা রিভা আক্তারকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, রোববার ভোরে বিভা আক্তার (২৮) নামে এক নারী মৃত কন্যা সন্তান প্রসব করেন। পরে তাদের চতুর্থতলার বাসার রান্নাঘরের জানালা দিয়ে মৃত শিশুটিকে নিচে ফেলে দেওয়া হয়।
বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ মৃত নবজাতকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে মৃত কন্যা শিশুটিকে দাফন না করে ফেলে দেওয়া হয়েছে।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ বলেন, ঘটনার পর মৃত শিশুটির মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
মন্তব্য করুন
