শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

স্ত্রীকে তালাক দিয়ে এক মণ দুধ দিয়ে গোসল করলেন স্বামী

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৬ পিএম আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৬ পিএম
স্ত্রীকে তালাকের পর ১ মণ দুধ দিয়ে গোসল করলেন স্বামী
expand
স্ত্রীকে তালাকের পর ১ মণ দুধ দিয়ে গোসল করলেন স্বামী

দুই ছেলে এক মেয়ের জননী অন্য একজনের সঙ্গে পরকীয়া করতো। বিয়ের ২৫ বছর পর অন্য আরেকজনের সঙ্গে পালিয়ে যাওয়ার পর তিন মাস অপেক্ষার পর নিজের স্ত্রীকে তালাক দিয়ে মানসিক কষ্টের প্রকাশ হিসেবে ৪০ লিটার দুধ দিয়ে গোসল করেছেন স্বামী লিটন ফারাজি (৪৫)।

ঘটনাটি ঘটছে গাইবান্ধার পলাশবাড়ীতে। ক্ষোভ আক্ষেপে সোমবার দুপুরে নিজ বাড়িতে স্ত্রীকে তালাক দিয়ে ১ মণ দুধ দিয়ে জনসম্মুখে গোসল করেন লিটন।

লিটনের বাড়ি উপজেলার পবনাপুর ইউনিয়নের বরকতপুর গ্রামের ফারাজি পাড়ায়। সে একই ইউনিয়নের পূর্বগোপিনাথপুর গ্রামের মৃত আবু হোসেনের কন্যা লাভলী বেগমকে বিয়ে করেছিলেন।

স্থানীয়রা জানান, দাম্পত্য জীবনে তাদের পরিবারে দুই ছেলে এক মেয়ে। দাম্পত্য জীবনে তাদের দ্বন্দ্ব লেগেই থাকতো। সেই দ্বন্দ্ব থেকেই বিবাহ বিচ্ছেদের মত ঘটনা ঘটে। বিবাহ বিচ্ছেদের পর ছেলেকে পবিত্র’ করার উদ্দেশ্যে ফারাজির পরিবার প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করিয়েছেন। এলাকাবাসীর সামনে ৪০ কেজি গরুর খাটি দুধ ঢেলে গোসল করানোর এই ঘটনা দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।

এ বিষয়ে লিটন ফারাজি বলেন, দুধ দিয়ে গোসল করার মাধ্যমে অতীতের সবকিছু ভুলে নতুন উদ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো।

বরকতপুর ইউপি সদস্য জিয়াউর রহমান জিয়া বলেন, বিষয়টি আমি শুনেছি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দেখেছি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন