বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ফেনীর ফুলগাজীতে বন্যার আশঙ্কা নিয়েই শুরু হয়েছে আমন ধান রোপণ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৯ এএম
ফুলগাজী উপজেলায় রোপা-আমন ধান চাষাবাদ শুরু হয়েছে
expand
ফুলগাজী উপজেলায় রোপা-আমন ধান চাষাবাদ শুরু হয়েছে

ফেনীর ফুলগাজী উপজেলায় আমন ধান রোপণের মৌসুম শুরু হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় কিছুটা দেরি হলেও কৃষকরা বীজতলা তৈরি করে মাঠে চারা রোপণ করছেন। তবে এবারের মৌসুমেও বন্যার শঙ্কা থেকে মুক্ত নন তারা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ মৌসুমে আমন বীজতলা হয়েছে ৩৪৫ হেক্টর জমিতে। আবাদি জমি ধরা হয়েছে ৬ হাজার ২১১ হেক্টর, এর মধ্যে ইতিমধ্যে ৪ হাজার ৩৪৭ হেক্টরে রোপণ সম্পন্ন হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যেই রোপণ শেষ করার লক্ষ্য রয়েছে।

কৃষি বিভাগ জানিয়েছে, এবারে আমন ধানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২১ হাজার ৭৩৭ মেট্রিক টন এবং চাল উৎপাদনের লক্ষ্য ১৪ হাজার ৪৯২ মেট্রিক টন। এছাড়া উপজেলার ৭২০ জন কৃষককে সরকারি প্রণোদনা হিসেবে বীজ ও সার দেওয়া হয়েছে। শরৎকালীন সবজির আবাদ নির্ধারণ করা হয়েছে ৫০ হেক্টরে।

স্থানীয় কৃষকরা জানান, খরচ বেড়ে যাওয়ায় অনেকে অল্প জমিতে চাষ করছেন। কেউ কেউ প্রণোদনা না পেলেও নিজ খরচে সার-বীজ কিনে ধান রোপণ করছেন। মুহুরী নদীর তীরবর্তী জমিতে চাষ করা কৃষকদের মতে, প্রতি বছরই বন্যার ঝুঁকি থাকে, তবুও তারা সময়মতো রোপণ শেষ করতে আগ্রহী।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. খোরশেদ আলম বলেন, “বোরোর পরেই আমন ধান এ অঞ্চলের প্রধান ফসল। গত বছর চাষের পরিমাণ ছিল ২ হাজার ১০০ হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রার প্রায় এক-তৃতীয়াংশ। এ বছর জমির পরিমাণ বাড়ছে এবং আবহাওয়াও এখন পর্যন্ত অনুকূলে রয়েছে। ফলে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন