

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, শেখ হাসিনার পতনের পরও তার রেখে যাওয়া প্রভাব দেশের তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে।
তিনি দাবি করেন, শেখ হাসিনা শুধু স্বৈরশাসক বা ফ্যাসিবাদী ছিলেন না, বরং মাদক ছড়িয়ে সমাজ ধ্বংস করার নেতৃত্বও দিয়েছেন।
শনিবার (৯ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর মোহনা ইউনিয়নে ওয়ার্ড প্রতিনিধি নির্বাচন পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এ্যানির অভিযোগ, বিদেশে বসেও তিনি ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন এবং পাচার করা অর্থ ব্যবহার করে পাশের দেশের সহযোগিতায় বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন।
এ্যানি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সার্ক গঠন করে বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থানকে দৃশ্যমান করেছিলেন। “আমাদের বিদেশে বন্ধু আছে, প্রভু নেই। সার্কের মাধ্যমে বাংলাদেশ বিশ্বে সম্মানের জায়গা তৈরি করেছিল”।
তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগেই কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা করছেন। আগামী ১৮০ দিনের মধ্যে এক থেকে দুই কোটি মানুষের চাকরির ব্যবস্থা করার রূপরেখা তিনি প্রস্তুত করছেন।
নির্বাচন কার্যক্রম উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট হারুনুর রশিদ।
সভায় সভাপতিত্ব করেন রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক জেডএম নাজমুল ইসলাম মিঠু এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সফিকুর রহমান ভূঁইয়া। এ ছাড়া জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, রায়পুর পৌরসভার সাবেক মেয়র এবিএম জিলানী, পৌর বিএনপির সদস্য সচিব জিএম আলমাসসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    