শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ভাঙ্গায় সীমানা পুনর্বিন্যাসের দাবিতে মহাসড়ক অবরোধ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫১ পিএম
ভাঙ্গায় দুই মহাসড়ক অবরোধ করা হয়েছে
expand
ভাঙ্গায় দুই মহাসড়ক অবরোধ করা হয়েছে

ফরিদপুরের ভাঙ্গা উপজেলাকে বিভক্ত করে আলগী ও হামিদী ইউনিয়নকে নগরকান্দা উপজেলায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে ভাঙ্গায় দুই মহাসড়ক অবরোধ করা হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে ঢাকা–বরিশাল মহাসড়কের পুকুরিয়া ও হামিরদী বাসস্ট্যান্ড, পাশাপাশি ঢাকা–খুলনা মহাসড়কের সুয়াদী ও আলগী বাসস্ট্যান্ড এলাকায় একযোগে সড়ক বন্ধ রাখা হয়েছে।

এতে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে সাধারণ যাত্রী ও পণ্যবাহী ট্রাকগুলো আটকা পড়েছে।

অবরোধকারীরা জানিয়েছেন, ভাঙ্গা উপজেলার এই বিভাজন তারা মেনে নেবেন না এবং প্রয়োজন হলে দীর্ঘ সময় সড়ক অবরোধ চালিয়ে রাখবেন।

স্থানীয় ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রোকিবুজ্জামান জানান, মহাসড়কে গাড়ির চাপ বেড়ে গেছে, তবে অবরোধকারীদের সরানো যায়নি।

প্রসঙ্গত, নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনের অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সিদ্ধান্তের প্রতিবাদে স্থানীয়দের কর্মসূচি ঘোষণা করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন