

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফরিদপুরের সদরপুর উপজেলায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় রোহান (৪) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শাহাদাৎ (১০) নামের অপর এক শিশু গুরুতর আহত হয়েছে।
নিহত রোহান সদরপুর উপজেলার ওয়াজ হাওলাদার কান্দি গ্রামের প্রবাসী মিরাজ খানের ছেলে। আহত শাহাদাৎ একই গ্রামের হারুন খানের ছেলে।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় সদরপুর উপজেলার চন্দ্রপাড়া এলাকার সাইকান্দা মসজিদের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রোহান ও শাহাদাৎ রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাদের সজোরে ধাক্কা দিলে তারা দু’জনই ছিটকে পড়ে যায়। পরে স্থানীয়রা ও স্বজনরা আহত শিশু দু’টিকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জুয়েলিয়া জাহান আঁচল রোহানকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে গুরুতর আহত শাহাদাতের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার পর মোটরসাইকেলটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
এ বিষয়ে সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন শাহ জানান, নিহতের পরিবার থেকে এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। তবে একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন
