মঙ্গলবার
২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ডেভিল হান্ট ফেস-২: ফরিদপুরে সাবেক যুবলীগ নেতাসহ  ৫৮ জন আটক

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৭ পিএম
আটক আওয়ামী লীগ নেতা
expand
আটক আওয়ামী লীগ নেতা

ফরিদপুরের ডেবিল হান্ট ফেস-২ এর অংশ হিসেবে মো. মনিরুজ্জামান ওরফে লিটন মৃধা (৪৭) নামে এক সাবেক জেলা যুবলীগের নেতাসহ বিভিন্ন থানায় অভিযান চালিয়ে গত ৪৮ ঘন্টায় ৫৮ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা নিয়মিত এবং ওয়ারেন্টসহ বিভিন্ন মামলার আসামি বলে জানা গেছে।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে একজন ছাড়া গ্রেপ্তার হওয়া আসামিদের নাম-পরিচয় জানাতে পারেননি এ কর্মকর্তা।

পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, ফরিদপুরের বোয়ালমারী পৌরসদরের চতুল গ্রামের বাসিন্দা ও জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মৃধা ওরফে লিটন মৃধাকে রবিবার দিবাগত রাতে নিজবাড়ি থেকে আটক করে বোয়ালমারী থানা পুলিশ। তিনি ২০১৯ ও ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র হিসেবে এবং ২০২১ সালের বোয়ালমারী পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন। তাকে গত ৪ সেপ্টেম্বর বোয়ালমারী থানায় সন্ত্রাস দমন আইনে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়। বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তবে লিটন মৃধার স্ত্রী নাসরিন নবী গিনি জানান, এতোদিন আমার স্বামীর নামে কোন মামলার কথা শুনিনি। গতকাল রাতে হঠাৎ করে তাকে বাড়ি থেকে নিয়ে যায় পুলিশ। আজকে জানতে পারলাম আমার স্বামী লিটন মৃধাকে সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আজ সোমবার বিকেলে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম জানান, গত ৪৮ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত, ওয়ারেন্ট ও মাদকসহ বিভিন্ন মামলায় ৫৮ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তবে এ অভিযানের ধারা অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X