

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা বাজারসংলগ্ন মাদরাসার পাশে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি অবৈধভাবে দখল করে বালু ভরাটের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি দেলোয়ার মাতুব্বরের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রেলওয়ের ওই জমিতে বালু ভরাট করার ফলে তালমা বাজার এলাকার একটি গুরুত্বপূর্ণ ড্রেন দিয়ে পানি চলাচল বন্ধ হয়ে গেছে। এতে সামান্য বৃষ্টিতেই বাজার এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, ভোগান্তিতে পড়ছেন ব্যবসায়ী ও পথচারীরা।
তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া বলেন, “রেলওয়ের জায়গায় বালু ভরাটের কারণে বাজারের ড্রেনেজ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যবসায়ীদের দুর্ভোগ লাঘবে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য রেলওয়ে কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানাচ্ছি।”
স্থানীয়রা অভিযোগ করে বলেন, তালমা রেলওয়ে এলাকার আশপাশে বসতবাড়ি নির্মাণ করে দেলোয়ার মাতুব্বর দীর্ঘদিন ধরে রেলওয়ের একাধিক জমি অবৈধভাবে দখল করে রেখেছেন। সম্প্রতি মাদরাসা সংলগ্ন এলাকায় একটি ড্রেন বন্ধ করে রেলওয়ের জমিতে বালু ভরাট করা হয়েছে। এ বিষয়ে একাধিকবার রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
অভিযোগের বিষয়ে দেলোয়ার মাতুব্বর বলেন, “আমি রেলওয়ের জমি কৃষি কাজের জন্য লিজ নিয়েছি। জায়গাটি নিচু (ডোবা) হওয়ায় বালু দিয়ে ভরাট করেছি। পরবর্তীতে এই জায়গার নামে ব্যবসায়িক লিজ নেওয়ার পরিকল্পনা রয়েছে।”
এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, “বর্তমানে রেলওয়ের কোনো জমি লিজ দেওয়ার সুযোগ নেই। তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় সাংবাদিক ও স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি যে, তালমা রেল স্টেশনের পাশে রেলওয়ের জমি দেলোয়ার মাতুব্বর নামে এক ব্যক্তি দখল করে রেখেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মন্তব্য করুন
