

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের চাপায় একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন।
শুক্রবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের পূর্ব সদরদী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পূর্ব সদরদী গ্রামের কবিরুলের স্ত্রী রিমু আক্তার (২২), তার তিন বছরের শিশু রায়ান, নানী নূরজাহান বেগম (৫০) এবং এক অজ্ঞাতপরিচয় পুরুষ।
আহত হয়েছেন শান্তা (৩০), শাহ-আলম ফকির (৩৫), জহিরুল (৫০) ও ফারজানা (২৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভাঙ্গা থেকে চুমুরদী যাওয়ার পথে অটোরিকশাটি কৈডুবি এলাকায় পৌঁছালে কুয়াকাটা থেকে মুজিবনগরগামী নিউ মডার্ন পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তিনজন মারা যান, হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করে শিশু রায়ান।
ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন জানান, নিহতদের মরদেহ উদ্ধার ও আহতদের চিকিৎসা চলছে। বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের দাবি, অতিরিক্ত গতির যানবাহন ও সড়কে পর্যাপ্ত নিয়ন্ত্রণ না থাকায় এ ধরনের দুর্ঘটনা নিয়মিত ঘটছে। একই পরিবারের তিনজনের মৃত্যু এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন
