মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নতুন পরিবারে ঠাঁই পেলো হাসপাতালে রেখে যাওয়া সেই নবজাতক ‎

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:০৩ পিএম
হাসপাতালে রেখে যাওয়া সেই নবজাতক ‎
expand
হাসপাতালে রেখে যাওয়া সেই নবজাতক ‎

‎চিকিৎসা সেবায় সুস্থ হওয়ার পর দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ফেলে যাওয়া সেই আলোচিত নবজাতককে অবশেষে নিঃসন্তান এক দম্পতির কাছে হস্তান্তর করা হয়েছে। ‎ ‎আজ রবিবার উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী অরবিন্দ শিশু হাসপাতাল কর্তৃপক্ষ ও কার্যনির্বাহী পরিষদের সদস্যরা উপজেলা প্রশাসনের উপস্থিতিতে শিশুটিকে নতুন অভিভাবকের হাতে তুলে দেন। ‎ ‎অরবিন্দ শিশু হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. নুরুল ইসলাম জানান, গত ৬ নভেম্বর এক নারী বাজারের ব্যাগে করে নবজাতকটিকে হাসপাতালে নিয়ে আসে। শিশুটির মা–বাবাকে ডেকে আনার কথা বলে ওই নারী পালিয়ে যান। ‎ ‎পরে শিশুটির সঙ্গে একটি চিরকুট পাওয়া যায়, তাতে লেখা ছিল—শিশুটি মুসলিম; বিশেষ কারণে ফেলে গেলাম, কাউকে লালন–পালনের জন্য দিয়ে দিন।

‎পরবর্তী সময়ে উপজেলা শিশু কল্যাণ বোর্ড অরবিন্দ শিশু হাসপাতালকে শিশুটির চিকিৎসার জন্য অনুরোধ করে। চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার পর গত ১১ নভেম্বর বোর্ডের সভায় শিশুটির লালন–পালনে আগ্রহীদের আবেদন আহ্বান করা হয়। এতে ১৫টি আবেদন পড়ে। ‎ ‎যাচাই–বাছাই শেষে নওগাঁ জেলার এনায়েতপুর (শান্তাহার) এলাকার এক নিঃসন্তান দম্পতির কাছে শিশুটিকে দেওয়ার সিদ্ধান্ত হয়। ‎ ‎হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি সহকারী কমিশনার (ভূমি) মো. বোরহান উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার ও শিশু কল্যাণ বোর্ডের সদস্যসচিব গোলাম আজম এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক নুরুল ইসলাম। এ ছাড়া অরবিন্দ শিশু হাসপাতালের কার্যনির্বাহী পরিষদের সভাপতি আব্দুস সামাদ, সহসভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক শামীম কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। ‎ ‎হস্তান্তর অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন বলেন, আমরা চাই এই শিশুটি বড় হয়ে আলোকিত মানুষ হিসেবে দেশ ও জাতির সেবা করবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X