

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দিনাজপুরের পার্বতীপুরে বিপুল সংখ্যক মাদকসহ মশিউর রহমান (৪৫) ও সাকিল আহাম্মেদ (২৮) নামে দুই ব্যক্তি আটক হয়েছে।
তারা সম্পর্কে মামা ভাগীনা বলে জানা গেছে। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
জানা গেছে, দীর্ঘদিন যাবত পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নে আমদানী নিষিদ্ধ নেশার ট্যাবলেট টাপেন্টাডল ট্যাবলেটের ব্যবসা করে আসছিলো আটককৃতরা। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় চন্ডিপুর ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে পৃথক দুই স্থানে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর দিনাজপুরের একটি দল।
অভিযানে নিজ বাড়ি থেকে মশিউর রহমান ও শাকিল আহাম্মেদ কে মোট ১৮৬ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ হাতে নাতে আটক হয়। আটক মশিউর রহমান চন্ডিপুর ইউনিয়নের বড়হরিপুর ডাঙ্গাপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে এবং সাকিল আহম্মেদ পাশর্^বর্তী মন্ডলপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর দিনাজপুরের পরিদর্শক আব্দুর রহমান, উপ-পরিদর্শক তাহমিদার রহমান,সহকারী উপ-পরিদর্শক গোলাম রব্বানী, হিরা বেগমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। আসামীদের জেল হাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
