

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হিমেল বাতাসের সঙ্গে তীব্র কুয়াশায় কাবু হয়ে পড়ছেন উত্তরের জেলা দিনাজপুরের মানুষ। গরম কাপড় আর আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন এখানকার মানুষ।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৬টায় দিনাজপুর জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। জেলা আবহাওয়া অফিস ইনচার্জ তোফাজ্জল হোসেন এ বিষয়টি জানিয়েছেন। তোফাজ্জল হোসেন জানান, আজ দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯১ শতাংশ। তিনি জানান, একই সময় দেশের অন্য কয়েকটি স্থানের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১২.২, রংপুরে ১৪.০, সৈয়দপুরে ১২.৮, নীলফামারীর ডিমলায় ১৩.০, বগুড়ায় ১৫.০, পাবনার ঈশ্বরদীতে ১৩.৩, রাজশাহীতে ১২.৭, কুড়িগ্রামের রাজারহাটে ১২.৩, নওগাঁর বদলগাছিতে ১২.১, যশোরে ১৪.৬, চুয়াডাঙ্গায় ১৩.৭ ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।
মন্তব্য করুন
