

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দিনাজপুরে শীতের তীব্রতা আরও বেড়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস।
এই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ, যা ঠান্ডা অনুভূতিকে আরও বাড়িয়ে দিয়েছে। এছাড়া, তেঁতুলিয়ায় (পঞ্চগড়) ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, রংপুরে ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, সৈয়দপুরে ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, ডিমলায় (নীলফামারী) ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, বগুড়ায় ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, ঈশ্বরদীতে (পাবনা) ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে ১৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস, রাজারহাটে (কুড়িগ্রাম) ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, বদলগাছিতে (নওগাঁ) ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যশোরে ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গায় ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, এবং শ্রীমঙ্গলে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দিনাজপুর শহরে সকালে অটো নিয়ে বের হয়ে বেশ ঠান্ডা অনুভব করছেন আনারুল ইসলাম।
অটোচালক আনারুল জানান, সকালে রাস্তায় কুয়াশা আর ঠান্ডা বাতাসের কারণে চলাফেরা করতে কষ্ট হচ্ছে। তাপমাত্রা কমে যাওয়ায় যাত্রীও কমে গেছে। দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, উত্তর দিক থেকে মৃদু শীতল বাতাস প্রবাহিত হওয়ায় তাপমাত্রা কমতে শুরু করেছে। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে।
মন্তব্য করুন
