মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

না ফেরার দেশে প্রবীন সাংবাদিক আব্দুল কাদির

পাবতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০১:৫৩ পিএম
সাংবাদিক ও লেখক আব্দুল কাদির (৭৮)
expand
সাংবাদিক ও লেখক আব্দুল কাদির (৭৮)

দিনাজপুরের পার্বতীপুরে কর্মরত প্রবীন সাংবাদিক ও লেখক আব্দুল কাদির (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। শনিবার (২৯ নভেম্বর) সকালে উচ্চ রক্তচাপ জনিত কারনে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে মোঃ সোহেল রানা।

জানা গেছে, অন্যান্য দিনের মতো শনিবার সকালে পৌর শহরের নিউ কলোনীর বাড়ি থেকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য বের হন প্রবীণ সাংবাদিক আব্দুল কাদির।

পথিমধ্যে উচ্চ রক্তচাপ জনিত কারণে বাড়ির পাশেই দোকানের সামনে গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন তিনি। এর কয়েক মিনিটের মাথায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধে সকাল ৭ টা ১২ মিনিটের দিকে ঘটনাস্থলেই শেষ নিঃস্বাস ত্যাগ করেন পার্বতীপুরের ওই গুণী সাংবাদিক। শনিবার আসরের নামাজের পর কেন্দ্রীয় শহীদ ময়দানে নামাজে যানাজা শেষে আব্বাস পাড়া কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানানো হয়েছে।

দৈনিক দেশ ও দৈনিক আজাদ থেকে শুরু করে প্রায় ৩০ বছরের সাংবাদিকতা জীবনে তিনি দৈনিক বাংলা, দৈনিক জনতা, দৈনিক যুগান্তর ছাড়াও সর্বশেষ দৈনিক কালেরকন্ঠ পত্রিকায় পার্বতীপুর উপজেলা প্রতিনিধি'র পাশাপাশি পার্বতীপুর প্রেসক্লাবের সভাপতি হিসেবে হিসেবে সততা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পাললন করেছেন তিনি।

তার মৃত্যুতে পার্বতীপুর প্রেসক্লাব ছাড়াও পার্বতীপুর উপজেলা বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর উপজেলা শাখা, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে শোক জানিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X