মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় গণ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নিহত

ধামরাই(ঢাকা)প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ১১:১৩ পিএম
সড়ক দুর্ঘটনায় গণ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নিহত
expand
সড়ক দুর্ঘটনায় গণ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নিহত

গণ বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ আকতার-উল-আলম সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

রবিবার (২৩ নভেম্বর) সকালে ঢাকার ধামরাই-কালিয়াকৈর সড়কের ভাড়ারিয়া বাজারের নিকট এ দুর্ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ে আসার উদ্দেশ্যে অটোরিকশায় তিনি আমতলা বাজার থেকে ঢুলিভিটা রওনা দেন। পথিমধ্যে অন্য একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হলে তিনি গুরতর আহন হন। প্রথমে তাকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সাভার গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসাপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুপুর ১২.৩০টায় গণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মরহুমের প্রথম নামাযে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মৃতদেহ দাফনের জন্য জন্মস্থান টাঙ্গাঈলের ধনবাড়ীতে নিয়ে যাওয়া হয়।

মুহাম্মদ আকতার-উল আলম ২০০৬ সালে গণ বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। মুহাম্মদ আকতার-উল আলম এর অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন শোক প্রকাশ করেন। শোক বার্তায় তিনি, মরুহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০বছর। তিনি স্ত্রী ও এক শিশু পুত্র রেখে গেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন