

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকার ধামরাইয়ের আলাদিন পার্কের একটি রিসোর্টে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে প্রেমিকাকে রেখে উধাও হয়েছেন মোহাম্মদ এস আহমেদ ওরফে প্রেমরাজ নামের এক যুবক। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর থেকে নিখোঁজ রয়েছেন তিনি।
ভুক্তভোগী তরুণীর অভিযোগ, প্রেমরাজের সঙ্গে তাঁর দুই বছরের সম্পর্ক। বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার রিসোর্টে নিয়ে গিয়ে ঘনিষ্ঠ হয়েছেন। সর্বশেষ মঙ্গলবারও বিয়ের চূড়ান্ত প্রতিশ্রুতি দিয়ে আলাদিন পার্কে নিয়ে আসেন। দুপুরে তিনি জানান, কাজি ডেকে আনবেন। কিন্তু এরপর আর ফিরে আসেননি।
প্রেমিক নিখোঁজ হয়ে গেলে বাধ্য হয়ে বিকেলে প্রেমরাজের বাড়ি কাঠালিয়া গ্রামে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন তরুণী। তিনি বলেন, ‘প্রেমরাজ আমাকে বিয়ে না করলে আমি এখান থেকে কোথাও যাব না। বাঁচলে এ বাড়িতেই বাঁচব, মরলেও এ বাড়িতেই মরব।”
প্রেমরাজের পরিবারের দাবি, ছেলে ফিরে না আসা পর্যন্ত তাঁরা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। তবে তিনি যদি বিয়েতে সম্মত হন, তাহলে পরিবার আপত্তি জানাবে না।
আলাদিন পার্ক কর্তৃপক্ষ জানায়, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিও থেকেই তাঁরা জেনেছেন। যেহেতু উভয়েই স্বেচ্ছায় রিসোর্টে এসেছিলেন, তাই এ নিয়ে তাদের বিশেষ কিছু বলার নেই।
এদিকে ধামরাই থানার পুলিশ পরিদর্শক মো. নুর আলম সিদ্দিকী জানান, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    