

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কক্সবাজারের উখিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা সহ এক যুবককে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃত হলো নুরুল বশর(২২)।
তিনি উখিয়ার পালংখালী ইউনিয়নের ঘোনার পাড়ার বাসিন্দা বলে জানা গেছে। শনিবার ভোররাতে উখিয়ার পালংখালী ইউনিয়নের ঘোনার পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউল হক ও উপ পরিদর্শক আব্দুল্লাহ আজাদ।
পুলিশ সুত্রে জানা যায় মাদকদ্রব্য উদ্ধার ও আসামি গ্রেফতারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউল হক সত্যতা নিশ্চিত করেন। উখিয়া এলাকায় মাদক নির্মূলে আমাদের অভিযান চলমান। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
মন্তব্য করুন